দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানার বাগদান সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ আগস্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। টিএমজেডের বরাতে খবরটি প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের একটি শোতে অংশ নেওয়ার পরই ৪০ বছর বয়সী ফ্রেঞ্চ মন্টানা রাজকন্যা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাদের নতুন যাত্রা। প্রতিনিধিদের দাবি, ইতোমধ্যেই দুই পরিবারের মধ্যে বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ বা ভেন্যু ঘোষণা করা হয়নি।
৩১ বছর বয়সী শেখ মাহরা ও মন্টানার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল প্রায় এক বছর ধরে। ২০২৪ সালের অক্টোবরে দুবাই সফরের সময় প্রথম তাদের একসঙ্গে দেখা যায়। সে সময় মাহরা নিজের ইনস্টাগ্রামে র্যাপারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। তবে সম্পর্কটি প্রকাশ্যে আসে এ বছরের গ্রীষ্মে, যখন প্যারিস ফ্যাশন উইকের বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরাধরি করে উপস্থিত হন তারা।
প্রসঙ্গত, এর আগে শেখ মাহরা শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি কন্যা রয়েছে। অন্যদিকে ফ্রেঞ্চ মন্টানা এক সন্তানের জনক; তার ছেলের নাম ক্রুজ, বয়স ১৬। ২০২৪ সালের জুলাইয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে (যেটি পরে মুছে ফেলা হয়) শেখ মাহরা পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “আপনি অন্য সম্পর্কে ব্যস্ত, তাই আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি।” ইসলামী শরিয়াহ অনুযায়ী প্রচলিত ‘তালাক-ই-তিন’ ব্যবহার করেই সম্পর্কের ইতি টানেন তিনি।