Ridge Bangla

দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার শাকিব খান

মনপুরা, বিশ্বসুন্দরী ও হাওয়া’র মতো সফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান। সোমবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে দুই সিনেমার চুক্তি সম্পন্ন হয়। সান মিউজিকের সব চলচ্চিত্র দেশীয় সম্মাননা ছাড়াও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা তাদের মানের পরিচায়ক।

চুক্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, “এই সহযোগিতা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের সূচনা করবে। বিদেশে বড় উদ্যোক্তারা বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশেও সংস্কৃতিপ্রেমী উদ্যোক্তারা এই ভূমিকা পালন করছেন, যা সত্যিই আশীর্বাদ।” তিনি আরও বলেন, “আশা করি অন্য প্রতিষ্ঠানগুলোও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে। এতে আমাদের ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে।”

সান মিউজিকের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী জানান, “শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। ২৬ বছরের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে এই সহযোগিতা ইন্ডাস্ট্রির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে।”

প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। জানা গেছে, শাকিব খান ইতোমধ্যেই সান মিউজিক প্রযোজিত প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন। দেশের সাধারণ মানুষের জন্য দেশপ্রেমভিত্তিক গল্পে নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতারা জানিয়েছেন, কাহিনীর অভিনবত্ব, আধুনিক নির্মাণশৈলী ও বিশাল আয়োজনের মাধ্যমে সিনেমাটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিব খানের সঙ্গে দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন