Ridge Bangla

দুই সন্তানসহ হাসপাতালে পরীমণি, মেয়ে আইসিইউতে ভর্তি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু তিনি নন, তার দুই সন্তানও অসুস্থ হয়ে চিকিৎসাধীন। এর মধ্যে মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিইউতে রাখা হয়েছে, আর ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য উচ্চ জ্বরে ভুগছে।

সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমণি নিজেই এ খবর জানান। তিনি লিখেছেন, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আর আমার নিজের শরীরে ১০৩.৫ জ্বর, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট।”

জানা গেছে, পরীমণি ও তার দুই সন্তান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে তাদের। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুদের শ্বাসতন্ত্র ও সংক্রমণজনিত সমস্যা হতে পারে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রিয়মকে আইসিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই পরীমণির ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন পালন করা হয়। পারিবারিক আয়োজনে ঘনিষ্ঠজনদের নিয়ে দিনটি উদযাপন করেছিলেন তিনি। জন্মদিনের পর থেকেই পূণ্য অসুস্থ হয়ে পড়ে। ফেসবুকে ছেলের থার্মোমিটারের ছবি শেয়ার করে অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন পরীমণি নিজেও। সর্বশেষ তার মেয়ে প্রিয়মকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়।

দেশের চলচ্চিত্র অঙ্গনের অনেকে পরীমণি ও তার সন্তানের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। ভক্তরাও হাসপাতালে জড়ো হয়ে নায়িকার জন্য দোয়া করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে প্রিয়মকে আইসিইউতে রাখা হয়েছে। পরীমণি ও তার ছেলে পূণ্যও চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন