Ridge Bangla

দুই পর্দায় সমানতালে কাজ করছেন মৌ খান

চলতি প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মৌ খান এখন একসঙ্গে সিনেমা ও ছোট পর্দার নাটকে সমানতালে কাজ করছেন। ইতোমধ্যেই তিনি সিনেমা, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে গত এক বছরে নাটকে তার সরব উপস্থিতি দর্শকদের নজর কাড়ছে।

সম্প্রতি মৌ খান শেষ করেছেন ‘ব্যাডবাজ পোলাপান’ নামে একটি নাটকের শুটিং। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নাটকের পাশাপাশি তার হাতে রয়েছে আরও বেশ কিছু নতুন কাজ, যার মধ্যে রয়েছে একাধিক নাটক ও সিনেমা।

এদিকে চলতি বছরের মার্চে মৌ খান অভিনয় করেছেন ‘চাইল্ড অব দ্য স্টেশন’ নামে একটি চলচ্চিত্রে। সিনেমাটি নির্মিত হয়েছে ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে। পরিচালনায় রয়েছেন জাফর আল মামুন, সংলাপ লিখেছেন সানী আলম ও গাজী ফারুক। এই সিনেমায় মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, যা তাদের প্রথম জুটি হিসেবে কাজ।

চরিত্রটি নিয়ে মৌ খান বলেন, “এটি একটি বাস্তবধর্মী গল্প। মূলত স্টেশনের শিশুদের জীবন ও তাদের সমস্যাগুলোকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হচ্ছে। আমি এখানে ‘শ্রাবণী’ চরিত্রে অভিনয় করেছি। বাচ্চাদের প্রতি আমার একটা দুর্বলতা আছে। ওদের জন্য কিছু করতে গিয়ে আমি একটি অপরাধচক্রের মুখোমুখি হই। চরিত্রটি ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, তবে খুবই উপভোগ্য।”

নতুন সিনেমা প্রসঙ্গে মৌ জানান, আরও কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “ভালো গল্প ও চরিত্র পেলে আমি যেকোনো মাধ্যমে কাজ করতে প্রস্তুত। আমি চাই নিজের অভিনয় দক্ষতা দিয়ে চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিতে।”

দুই পর্দাতেই নিজের প্রতিভা ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ মৌ খান, আর তার ভক্তরাও আশাবাদী, ভবিষ্যতে তিনি আরও বেশি আলোচনায় থাকবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন