Ridge Bangla

দীর্ঘ বিরতির পর বিজ্ঞাপনে অপি করিম

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তবে এবার কোনো নাটক নয়, তিনি এসেছেন একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এতে তিনি প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সাগর জাহান, যিনি এর আগে বহু নাটকে অপি করিমের সঙ্গে কাজ করেছেন। তবে এটি তাদের প্রথম বিজ্ঞাপন একসঙ্গে।

অভিজ্ঞতা নিয়ে অপি করিম বলেন, “সাগর জাহানের সঙ্গে কাজ সবসময়ই উপভোগ্য। তিনি জানেন একজন অভিনেতা-অভিনেত্রী থেকে কীভাবে সেরা পারফরম্যান্স বের করে আনতে হয়। তাহসানের সঙ্গে প্রথম কাজ করলাম, সেটিও দারুণ অভিজ্ঞতা ছিল।”

চেংহুং ব্র্যান্ডের এই এসি পণ্যের বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে সিমপ্লেক্স কর্পোরেশন লিমিটেডের ব্যানারে। অপি ও তাহসান ছাড়াও এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য ও মেহেজাবিন নুর। শুটিং সম্প্রতি শেষ হয়েছে, এবং খুব শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

অন্যদিকে, অপি করিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘উৎসব’ এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। তার সাম্প্রতিক উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, তিনি হয়তো আবারও নিয়মিত হচ্ছেন পর্দায়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন