টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী একসময় বাস্তব ও পর্দার রসায়নে ছিলেন দর্শকদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে। প্রেম, বিচ্ছেদ, দূরত্ব—সবকিছু পেরিয়ে এবার দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে দেখা গেল এই দুই তারকাকে, যার ফলে নতুন করে আলোচনায় এসেছে ‘ধূমকেতু’ ছবিটি।
২০১৫ সালে ছবিটির শুটিং সম্পন্ন হলেও নানা জটিলতায় এতদিন মুক্তি পায়নি। অবশেষে ছবিটি ১৪ আগস্ট মুক্তির তারিখ পেয়েছে। এর আগেই জল্পনা শুরু হয়েছিল—প্রচারে কি একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে? সেই জল্পনায় এবার পড়ল ইতি।
সম্প্রতি ছবির প্রচার কার্যক্রমে দেব ও শুভশ্রী একসঙ্গে হাজির হন, যা দীর্ঘদিন ধরে তাদের অনুরাগীদের এক প্রত্যাশিত মুহূর্ত ছিল। এই জুটির একসঙ্গে উপস্থিতি ভক্তদের উচ্ছ্বাসে পরিণত হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও পূর্বের একটি অনুষ্ঠানে দেবের হাতে পুরস্কার নিতে গিয়ে শুভশ্রী চোখে চোখ রাখতে চাইছিলেন না, এবার তারা দুজনই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
এমনকি অনেকেই মনে করছেন, পর্দায় একসঙ্গে আসার এই সিদ্ধান্ত তাঁদের পুরনো সম্পর্কের প্রতি সম্মান ও পেশাদার আচরণের বহিঃপ্রকাশ।
‘ধূমকেতু’ ছবিটি শুধুই একটি সিনেমা নয়, এটি তাদের একসঙ্গে আবার পর্দায় দেখা যাওয়ার নস্ট্যালজিক আবহ তৈরি করছে। ভক্তরা এখন অধীর অপেক্ষায় আছেন—এই পুরনো জুটির নতুন রসায়ন কেমন হয়।