Ridge Bangla

দীপিকা বিতর্কে এবার মুখ খুললেন কাজল

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় নির্মিত ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। মা হওয়ার পর আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি না হওয়ায়, পারিশ্রমিক ও লাভের অংশ ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। বিষয়টি নিয়ে বলিউডে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

এবার এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “১৯৯০ দশকে আমি অভিনয় শুরু করার পর থেকেই কাজ আর পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। আমি কখনো একসঙ্গে চারটি সিনেমা হাতে নিইনি। একটা শেষ করেই আরেকটা শুরু করতাম। আর আমি কখনোই ২০-৩০ ঘণ্টা কাজ করিনি।”

তিনি আরও জানান, “আমার মা সবসময় আমাকে সমর্থন করেছেন। আমি নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করতে চাইনি। আমার প্রথম সন্তান নাইসার জন্মের পরও এই নীতিতে অটল ছিলাম। বেশিরভাগ প্রযোজকই আমার এই অবস্থানকে সম্মান জানিয়েছেন। ব্যক্তিগত সমস্যায় পড়লে তাঁরা আমাকে সময় দিতেন।”

কাজল আরও বলেন, “ইউ, মি অউর হাম ছবির শুটিংয়ের সময় আমার বাবা হাসপাতালে ছিলেন, নাইসার বয়স মাত্র দুই বছর। মানসিকভাবে চাপে ছিলাম। কিন্তু অজয় (দেবগণ) তখন ছবিটির প্রযোজক হওয়ায় সবকিছু খুব সুন্দরভাবে সামলে নিয়েছিলেন, যাতে আমি হাসপাতালে যেতে পারি।”

তিনি উল্লেখ করেন, “ফানা ছবিতে কাজ করার সময় সেটের সবাই ছিল অত্যন্ত সহযোগিতাপূর্ণ। কখনোই এই বিষয়গুলো নিয়ে আলাদা করে চুক্তিপত্রে কিছু লেখার প্রয়োজন হয়নি।”

কাজলের মতে, “একজন নারী ও মায়ের জন্য সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক কাজের পরিবেশ থাকা খুবই জরুরি। আমি এমন পরিবেশ পেয়েছি বলেই আজ পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন