Ridge Bangla

দিশার বাড়িতে হামলা; এনকাউন্টারে ২ অভিযুক্ত নিহত

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে এনকাউন্টারে নিহত করেছে পুলিশ। নিহতরা হলেন রবীন্দ্র ও অরুণ, যাদের পুলিশ গোল্ডি ব্রার–রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।

পুলিশের সূত্রে জানা যায়, বুধবার রাতে অভিযুক্তদের সঙ্গে মুখোমুখি হবার সময় তারা পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কার্তুজও উদ্ধার করা হয়েছে।

ঘটনার পটভূমি ১২ সেপ্টেম্বরের, যখন উত্তর প্রদেশের বারেলিতে দিশার বাড়িতে গুলি চালানো হয়। জানা গেছে, দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই হামলা সংঘটিত হয়। পরে গোল্ডি ব্রার ও রোহিত গোদারা গ্যাং সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করে।

ঘটনার সময় দিশা বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে তার বাবা-মা ও ভাইবোন বাড়িতে ছিলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অপরাধের রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি মজবুত করতে এলাকায় টহল জোরদার করা হয়েছে। এই এনকাউন্টার ঘটনার পর ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন