Ridge Bangla

দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হৃতিক রোশন

বলিউডের সুপারস্টার হৃতিক রোশনও ব্যক্তিত্ব অধিকার রক্ষার লড়াইয়ে নামলেন। সম্প্রতি তিনি দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছেন, যাতে তার নাম, ছবি, কণ্ঠ ও ব্যক্তিত্বের বাণিজ্যিক অপব্যবহার রোধ করা যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হৃতিক অভিযোগ করেছেন, তার পরিচিতি ও ইমেজ ব্যবহার করে তৃতীয় পক্ষ বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং তার ব্যক্তিগত অধিকারের সরাসরি লঙ্ঘন।

অভিনেতার মামলা ‘পার্সোনালিটি রাইটস’ বা ‘রাইট টু পাবলিসিটি’-এর অধীনে করা হয়েছে। এই আইন অনুযায়ী একজন ব্যক্তি নিজের নাম, চেহারা, কণ্ঠস্বর বা ইমেজ ব্যবহার ও তদনুযায়ী আর্থিক উপার্জন নিয়ন্ত্রণ করতে পারেন।

হৃতিক রোশনের আগে গায়ক কুমার শানুও একই ধরনের কারণে দিল্লি হাই কোর্টে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, তার কণ্ঠস্বর, নাম, ছবি ও স্বাক্ষর অনুমতি ছাড়া ব্যবহার করে তৃতীয় পক্ষ বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে আর্থিক লাভ করছে।

এ ছাড়াও সুপারস্টার ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, পরিচালক করণ জোহর, তেলুগু তারকা নাগার্জুনা, ‘আর্ট অব লিভিং’ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর এবং সাংবাদিক সুধীর চৌধুরীও একই ধরনের মামলা করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন