Ridge Bangla

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত জনপ্রিয় বাজার ‘দিল্লি হাট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত দিল্লি হাটে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন লাগার পর মুহূর্তেই তা বাজারজুড়ে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, আগুনে অন্তত ২৫ থেকে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দিল্লি হাট একটি গ্রামীণ হাটের আদলে তৈরি, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের হস্তশিল্পের পণ্য বিক্রি করেন। আগুনে এসব দোকানের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের ভয়াবহতা সত্ত্বেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

 

আরো পড়ুন