Ridge Bangla

দিল্লিতে ‘বাংলাদেশে গণহত্যা’ ইস্যুতে আওয়ামী লীগের বিতর্কিত সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও তথাকথিত ‘গণহত্যা’ ইস্যুতে দিল্লিতে আয়োজিত হতে যাওয়া একটি সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে আয়োজকরা দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে তা স্থগিতের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনটি আয়োজন করছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (BHRW)। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, ছিলেন মূল আয়োজক। তিনি অতীতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা অনুষ্ঠানও আয়োজন করেছেন।

এই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ নেতার, যাদের মধ্যে হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল রয়েছেন। জানা গেছে, এদের অনেকে সম্প্রতি দিল্লি সফরও করেছেন।

সংবাদ সম্মেলন স্থগিত করার কারণ হিসেবে সামনে আনা হয়েছে ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জন, যার অধিকাংশই শিশু, নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, “এই শোকাবহ মুহূর্তে আমরা অনুষ্ঠান স্থগিতের কঠিন সিদ্ধান্ত নিয়েছি।” তিনি একইসঙ্গে দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগও পুনরায় উত্থাপন করেন।

দিল্লিস্থ কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কারণ, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি সামনে রেখে এমন একটি অনুষ্ঠান বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাভাবিকতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের নিরপেক্ষ অবস্থান নিয়েও সমালোচনার সুযোগ তৈরি হতে পারে বলেও মত দেন সংশ্লিষ্ট কূটনৈতিকরা। তবে এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন