Ridge Bangla

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র হোক, খুনিদের বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র হোক, খুনিদের বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কিন্তু যত ষড়যন্ত্রই হোক না কেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার হবেই।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে শহীদের রক্তের ঋণ আমাদের শোধ করতেই হবে। এই রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন সেই শহীদদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা। ভারতে বসে কেউ দেশের মানুষের সেই ন্যায্য প্রত্যাশা রোধ করতে পারবে না।

অ্যাটর্নি জেনারেল দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, “এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে, যেন ফ্যাসিবাদী কোনো চক্র রাতে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি সবাইকে আহ্বান জানান দেশের স্বার্থে এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ন্যায়বিচারের প্রক্রিয়াকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

আরো পড়ুন