ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। হংকং থেকে আসা ফ্লাইট এআই৩১৫ মঙ্গলবার অবতরণের পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, আগুন লাগলেও যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কারও শরীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা যখন বিমান থেকে নামছিলেন, তখনই আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় বিমানের অটোমেটেড সিস্টেম অনুযায়ী এপিইউ নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যা বড় ক্ষতির ঝুঁকি থেকে রক্ষা করে।
ঘটনার পরপরই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি জানানো হয়েছে এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এটি একটি টুইন-জেট এয়ারবাস এ৩২১ মডেলের বিমান ছিল এবং আপাতত এটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।
এই ঘটনার মাত্র একদিন আগেই, সোমবার, এয়ার ইন্ডিয়ার কোচি-মুম্বাই ফ্লাইট রানওয়ে থেকে সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। একই দিন দিল্লি-কলকাতা ফ্লাইটও শেষ মুহূর্তে টেকঅফ বাতিল করে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এয়ার ইন্ডিয়ার তিনটি ফ্লাইটে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে যাত্রীদের মাঝে।