গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়োগো জোতা। মৃত্যুর দুই সপ্তাহ আগে বিয়ে করেন বান্ধবী রুট কারদোসোকে। ২২ জুলাই ছিল তাদের বিয়ের এক মাস পূর্তি। আর এই দিনটিকেই আবেগঘন পোস্টে স্মরণ করেছেন স্ত্রী কারদোসো। লিখেছেন, তিনি চিরকালই তার।
রুট কারদোসো ইনস্টাগ্রামে এক পোস্টে তাঁদের ২২ জুনের বিয়ের ছবিগুলো শেয়ার করেছেন। তিনটি ছবির সঙ্গে ওই পোস্টে লেখা ছিল, “মৃত্যু পর্যন্ত একসাথে থাকার আমাদের এক মাস।”
দিয়োগো জোতা ও তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভা স্পেনের জামোরা প্রদেশের সারনাদিলায় একটি ল্যাম্বরগিনি গাড়িতে ভ্রমণের সময় গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর।
জোতা ২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন এবং ক্লাবের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল করেন। তিনি ২০২২ সালে লিভারপুলের এফএ কাপ ও লিগ কাপ জয়ে ভূমিকা রেখেছিলেন। ২০২৪ সালেও ক্লাবটির হয়ে লিগ কাপ জেতেন এবং সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ভূমিকা রাখেন।
গত সপ্তাহে লিভারপুল ক্লাব তাঁর সম্মানে ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। স্টেডিয়ামের কাছে একটি দেয়ালে তাঁর নম্বরসহ একটি মুরাল তৈরি করা হয়েছে এবং ভক্তদের নানা বার্তা সংগ্রহ করে সেখানে রাখা হয়েছে।