Ridge Bangla

দিনে-দুপুরে হেনস্তার শিকার সোহা আলি খান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ইতালিতে ঘটে যাওয়া এই ঘটনা এতটাই সংবেদনশীল ছিল যে সোহা প্রকাশ্যে এসে এটি বলতে গিয়ে রীতিমতো বাকরুদ্ধ বোধ করেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে অভিনেত্রী এই ঘটনার বর্ণনা দেন। পডকাস্ট হোস্ট জিজ্ঞেস করেছিলেন, কখনও কি তাঁকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। সোহা স্বীকার করেছেন, তাঁর সঙ্গে এমন অপ্রত্যাশিত ও অশ্লীল আচরণ হয়েছে, এবং তা ঘটেছিল দিবালোকে, জনগণের সামনে। তিনি বলেন, “এটা ঘটেছিল ইতালিতে। স্পষ্টতই, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। আমি তখন পুরোপুরি বুঝতে পারছিলাম না কি হলো এবং তাদের উদ্দেশ্য কী আমি তা আর জানতে চাইনি।”

অভিনেত্রী বলেন, এমন পরিস্থিতিতে তিনি একরকম বাকরুদ্ধ বোধ করেছিলেন। তবে তিনি উল্লেখ করেছেন, তাঁর পরিচয় ও পারিপার্শ্বিক অবস্থান তাঁকে কিছুটা নিরাপত্তা দিয়েছে। এ কারণে তিনি এমন পরিস্থিতি থেকে ততটা বিপদগ্রস্ত হননি, যা প্রতিদিন সাধারণ নারীরা মুখোমুখি হন, বিশেষ করে গণপরিবহন ব্যবহার করার সময়।

সোহা আলি খান এ ঘটনার মাধ্যমে নারী নিরাপত্তা ও সমাজে অনিরাপদ পরিস্থিতির প্রতি সচেতনতা বাড়ানোর কথাও বলেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, সমাজে নারী-পুরুষ সকলের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন