Ridge Bangla

দিনাজপুরে গ্রেপ্তার গাইবান্ধার সাবেক সংসদ সদস্য

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুরে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শহরের ঈদগাহ আবাসিক এলাকার ওই বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ১ মার্চ থেকে সেখানে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গত ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন সাবেক এমপি শাহ সারোয়ার কবির। দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধায় নিয়ে এসে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, শাহ সারোয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

আরো পড়ুন