Ridge Bangla

দালাই লামার সাথে সাক্ষাতের জেরে চেক প্রেসিডেন্ট পিটার পাভেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে চীন

দালাই লামার ৯০তম জন্মদিনে অভিনন্দন জানাতে চেক প্রেসিডেন্ট পিটার পাভেল ভারতে আসায় চীনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। চীন জানিয়েছে, দালাই লামার সাথে চেক প্রেসিডেন্ট পিটার পাভেলের সাম্প্রতিক সাক্ষাতের জন্য তারা তাদের সকল সম্পর্ক স্থগিত করেছে। এর ফলে বেইজিং ও প্রাগের মধ্যকার সম্পর্ক চরম অবনতিতে পৌঁছেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাভেলের এই সাক্ষাৎ চীন সরকারের প্রতি চেক সরকারের দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষতি করে। বিবৃতিতে আরও বলা হয়, “পাভেলের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্রতার আলোকে, চীন তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”

গত মাসে ভারতে এক ব্যক্তিগত সফরে পাভেলকে নির্বাসিত ওই তিব্বতি নেতার সাথে তার ৯০তম জন্মদিনে অভিনন্দন জানাতে দেখা যায়। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের পর থেকে দালাই লামা হিমালয়ের ধর্মশালা শহরে বসবাস করছেন। বেইজিং তিব্বতকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। আধ্যাত্মিক এই নেতাকে চীনের বিরুদ্ধে চক্রান্তকারী ও বিচ্ছিন্নতাবাদী বলে অভিযোগ তোলে।

আরো পড়ুন