Ridge Bangla

দারিদ্র্যকে হারিয়ে ১০০ কোটির মালিকানা, কে এই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু?

বলিউড ও দক্ষিণী সিনেমার গ্ল্যামারী জীবন যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি তারকাদের সংগ্রামের গল্পও ভক্তদের মধ্যে কৌতূহল জাগায়। এর মধ্যেই দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার অনুপ্রেরণাময় যাত্রার মাধ্যমে বিশেষ জায়গা করে নিয়েছেন।

সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তবে তার শৈশব কেটেছে চেন্নাইয়ের নানান প্রতিবন্ধকতার মধ্যে। দ্বাদশ শ্রেণী শেষ করার পর পরিবারের আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। এই সংকট মোকাবিলায় সামান্থা মডেলিং শুরু করেন, যা পরবর্তীতে তাকে চলচ্চিত্রের জগতে পা রাখার সুযোগ করে দেয়।

রবি বর্মণের নজর কাড়ার পর তিনি গৌতম মেননের ‘ইয়ে মায়া চেসাভে’ ছবিতে নায়িকা হিসেবে অভিষেক করেন। যদিও তার চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু ছিল সুনসান আর সংগ্রামের মধ্য দিয়ে, সামান্থা আজ আর্থিকভাবে সুদৃঢ় এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

তিনি শুধুমাত্র অভিনয় নয়, রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি ধরা হয়েছে।

ব্যক্তিগত জীবনে সামান্থা ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। যদিও ভরণপোষণ বাবদ ২০০ কোটির দাবি ওঠার গুঞ্জন ছড়ায়, সামান্থা তা কঠোরভাবে অস্বীকার করেছেন।

দারিদ্র্য থেকে শীর্ষে উঠে আসা সামান্থার এই সফলতা অনেককেই প্রেরণা দেয়।

আরো পড়ুন