Ridge Bangla

দাম্পত্য গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান

দুই যুগের বেশি একসঙ্গে থাকা অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ–কে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে দাম্পত্য কলহের গুঞ্জন। শোবিজের কোনো অনুষ্ঠানে বা সামাজিক আয়োজনেও একসঙ্গে দেখা না যাওয়ায় অনেকে ধরে নিয়েছিলেন, জাহিদ-মৌয়ের সংসারে সমস্যা রয়েছে। তবে সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন জাহিদ হাসান।

জাহিদ জানিয়েছেন, তাদের দাম্পত্য জীবন সুখের মধ্যেই চলমান। তিনি বলেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ সবসময় কল্পনা করে গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে, রান্না করে খাওয়ায়ও সাহায্য করে। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটি স্ত্রী পেয়েছি।”

স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন তিনি। জাহিদ বলেন, “আমাদের কখনো ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।” তবে অনুষ্ঠানে একসঙ্গে না যাওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, “শুটিংয়ের ব্যস্ততার কারণে আমরা একসঙ্গে অনেক জায়গায় যেতে পারি না। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। তাই অনুষ্ঠানগুলোতে প্রায়ই মৌ একা যায়।”

কথোপকথনে জাহিদ অতীত প্রেমের কথাও উত্থাপন করেন। তিনি বলেন, “সাবেক প্রেমিকার চিঠিগুলো এখনো মৌয়ের হাতে আছে। সে মাঝে মাঝে মজা করে বলে, ‘এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।’” তিনি সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু মন্তব্য করতে চান না।

জাহিদ-মৌ দম্পতির দুটি সন্তান রয়েছে বড় মেয়ে জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট ছেলে জারিফ জাহিদ সাইম, যারা উভয়েই শিক্ষার্থী। জাহিদ-মৌ দম্পতির সম্পর্কে গুঞ্জন শেষ পর্যন্ত অমূলক বলে তিনি নিশ্চিত করেছেন, এবং বলেছেন, সংসারে কোনো সমস্যা নেই।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন