গল টেস্টে দাপটের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। পরে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের জুটি গড়ে বিদায় নেন শান্ত। ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানে থেমেছে তার ইনিংস।
এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মুশফিক। তখনই নামে বৃষ্টি। প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর যখন ফের শুরু হয়, তখন দিনের বাকি ছিল ৩১.৪ ওভার। তবে আলোকস্বল্পতার কারণে খেলা হয় মাত্র ২০.৪ ওভার।
বাংলাদেশ দিন শেষ করে ৪ উইকেটে ৪৫৮ রান থেকে ৯ উইকেটে ৪৮৪ রানে। মুশফিক ৩৫০ বলে ৯ চারে ১৬৩ রানে অসিথার বলে এলবিডব্লিউ হন। পরের ওভারে মিলানের বলে ক্যাচ তুলে ১২৩ বলে ৯০ রানে ফেরেন লিটন। জাকের আলি করেন ১৬ বলে ৮ রান। তাইজুল ইসলাম (৬) ও নাঈম হাসান (১১) বেশিক্ষণ টিকতে পারেননি।
মাত্র ২৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এখন চ্যালেঞ্জ—হাসান মাহমুদ ও নাহিদ রানা অন্তত ১৬ রান যোগ করে দলকে ৫০০ রানের গণ্ডি পার করাবেন কি না।
দ্বিতীয় দিন শেষে ১৫১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। লিটন দাস সেঞ্চুরি, শান্ত দেড়শ এবং মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি মিস করেছেন। ক্রিজে আছেন শূন্য রানে অপরাজিত হাসান মাহমুদ ও নাহিদ রানা।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন অসিথা ফার্নান্দো, মিলান রত্নানায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।
গলে এটি বাংলাদেশের ১৪তম সর্বোচ্চ দলীয় সংগ্রহ হলেও সম্ভাবনাময় ইনিংসের পর এমন ধস হতাশা তৈরি করেছে। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে।