Ridge Bangla

দাদুকে হারিয়ে শোক কাটিয়ে উঠছেন রুক্মিণী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী জীবনের এক গভীর শোকের সময় পার করছেন। সম্প্রতি দাদুকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। দাদু ছিলেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, যার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রুক্মিণী জানান, “সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।”

দেবের সঙ্গে সম্পর্কের জন্য আলোচনায় থাকা রুক্মিণীর জীবনে শক্তি জুগিয়েছেন তার মা মধুমিতা মৈত্র। বাবাকে হারানোর সময় মা-ই তাকে সাহস জুগিয়েছিলেন। পিতৃবিয়োগের শোক সামলেও মায়ের প্রেরণাতেই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরেছিলেন।

সম্প্রতি দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, রুক্মিণী তা উড়িয়ে দিয়েছেন। প্রেমিকের সঙ্গে জন্মদিন উদযাপন করে সেই সব জল্পনা থামিয়েছেন তিনি। এছাড়া দেবের আসন্ন ছবি ধূমকেতু নিয়েও উচ্ছ্বসিত রুক্মিণী। কয়েক দিন আগে ছবির একটি গানের সঙ্গে দেবকে নিয়ে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, ধূমকেতু নিয়ে দেবের দীর্ঘ সংগ্রামের সাক্ষী তিনি। তাই ছবিটি অবশেষে মুক্তির মুখে পৌঁছানোয় এই আনন্দের মুহূর্তে প্রেমিকের পাশে থাকবেন।

আরো পড়ুন