সোমবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডের সেন্টারপয়েন্ট শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল, নির্মাতা শিহাব শাহীনসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা।
প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “আমরা লক্ষ্য করেছি, একটি নির্দিষ্ট সিনেমার রিভিউ ‘দাগি’ সিনেমার বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে, ‘এটি একটি জঘন্য সিনেমা। আমরা টিকিট না পেয়ে দাগি দেখতে বাধ্য হয়েছিলাম।’ ভিডিওতে পাশে ‘দাগি’র পোস্টার স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেন এটিই সেই সিনেমা।”
তিনি এই ধরনের কর্মকাণ্ডকে ‘পরিকল্পিত অপপ্রচার’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এতদিন একটি নেগেটিভ রিভিউও পাইনি। হঠাৎ এই মিথ্যা প্রচার কেন? যদি আবারও কেউ এমন অপচেষ্টা চালায়, তবে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।”
আলফা আই প্রযোজিত ও শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু প্রমুখ।
প্রদর্শনী শেষে উপস্থিত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে মৌন প্রতিবাদ জানান।