ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাটকে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনে এ ঘটনা ঘটে।
নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, নিহত মামুন সেদিন রাতে তিনজন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে ঢাকা থেকে রওনা দেন। বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ডে থামলে মামুন পানি কিনতে বাস থেকে নামেন। তখনই ৩–৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি আরও বলেন, “দুর্বৃত্তরা মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।”
হত্যার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের ধারণা, মামুনের অতীত অপরাধ কর্মকাণ্ডের কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে। এসব মামলার কারণে মামুন আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি, হত্যার পেছনে পুরনো শত্রুতা, অপরাধ জগতের বিরোধ বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।