Ridge Bangla

দস্যুদের কবল থেকে সুন্দরবনে ৯ জেলে উদ্ধার, আটক ২

সুন্দরবনে মুক্তিপণের জন্য অপহৃত হওয়া ৯ জেলেকে কোস্টগার্ডের এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে পশুর নদী সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এ সময় বনদস্যু চক্র ‘রাঙা বাহিনী’র দুই সদস্যকে আটক করে তাদের সাথে থাকা অস্ত্র-গুলি জব্দ করা হয়। কোস্টগার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে বলেন, খুলনার দাকোপ উপজেলার ওই জেলেরা ৩ সেপ্টেম্বর মাছ ধরতে গেলে বৃহস্পতিবার দস্যুরা তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে অভিযানে নামে কোস্টগার্ড এবং দস্যুদের আস্তানা থেকে জেলেদের উদ্ধার করে।

গার্ডের এই অভিযানে আটক হওয়া দুই দস্যু নাসির মোল্লা ও মিন্টু সরদারের কাছ থেকে দুটি বন্দুক, তাজা গুলি ও ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে। উদ্ধার জেলেসহ আটক দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন