Ridge Bangla

দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি ১৬ বছর ধরে অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা পুনর্জাগরণে বিএনপি কখনো থেমে যায়নি।

শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, “গণতন্ত্র যখনই ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখন বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। পরমত সহিষ্ণুতাই গণতন্ত্রের সৌন্দর্য।”

দলের ভেতর শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “যেকোনো অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির জিরো টলারেন্স নীতি আছে। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালেই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ইতিমধ্যে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সারাদেশে বেশ কয়েকজন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় এ ধারা অব্যাহত থাকবে।

আন্দোলনের বিষয়ে রিজভী বলেন, বিএনপির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে বিএনপির প্রকৃত জনপ্রিয়তা কতটা।”

তিনি দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “যা কিছুই হোক, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি লড়াই করছে। এ লড়াই অব্যাহত থাকবে।”

আরো পড়ুন