প্রকাশের পর থেকেই শ্রোতামহলে আলোড়ন তুলেছে দিলশাদ নাহার কনা’র নতুন গান ‘সোনা জান’। রবিউল ইসলাম জীবনের কথায় ও আদিব কবিরের সুর–সংগীতে তৈরি এই বিগ বাজেটের গানে মডেল হয়েছেন কলকাতার অলিভিয়া সরকার। গানের ভিডিওটি নির্মাণ করেছেন মোহন আহমেদ।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কনা বলেন, “গানের কথা ও সুর শুনেই গাওয়ার আগ্রহ হয়েছিল। শুরু থেকেই এর প্রতিটি ধাপের সঙ্গে যুক্ত ছিলাম। গানটি আমার প্রিয় কিছু গানের তালিকায় থাকবে।”
ভিডিওতে নিজে না থাকার বিষয়ে কনা জানান, “এর আগে তো বহু গানের ভিডিওতেই আমাকে দেখা গেছে। এবার ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি। অলিভিয়া ও অমিত পাল দুজনেই দারুণ অভিনয় করেছেন। মোহনও অনেক শ্রম দিয়ে সুন্দরভাবে ভিডিওটি নির্মাণ করেছেন।”
‘সোনা জান’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ কনা। তিনি বলেন, “স্টেজ শোতে এখন থেকেই দর্শকেরা এই গান শোনার অনুরোধ করছেন। তাদের এমন সাড়া পেয়ে খুব ভালো লাগছে। আগামীতেও এভাবে ভালো ভালো গান উপহার দিতে চাই।”
এর আগে কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশ-বিদেশে তার ব্যস্ততা বাড়িয়ে তোলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুরে পারফর্ম করে এসেছেন। ‘সোনা জান’ নিয়েও কনা আশাবাদী—এটি খুব দ্রুত আরও বড় পরিসরে শ্রোতাদের হৃদয় জয় করবে।