Ridge Bangla

‘দম’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন নিশো-চঞ্চল চৌধুরী, মুক্তি ঈদুল ফিতরে

প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার নাম ‘দম’, যেটি নির্মাণ করছেন ‘চোরাবালি’ খ্যাত রেদওয়ান রনি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমাটি ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

নির্মাতা রেদওয়ান রনি জানান, “‘দম’ একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। এটি এমন একটি গল্প যেটি অনেকদিন ধরে খুঁজছিলাম। এটি ‘পাওয়ার অব আ কমন ম্যান’–এর উদাহরণ।” তিনি বলেন, চরিত্রটিতে এমন এক শক্তি রয়েছে যা শুধু নির্মাতা বা অভিনেতাকে নয়, দর্শককেও অনুপ্রাণিত করবে।

আফরান নিশো বলেন, “এই ধরনের সিনেমা আগে বাংলাদেশে হয়নি। এটি একটি সারভাইভাল ইনস্পিরেশনাল গল্প, যেখানে আবেগ, উত্তেজনা আর গভীরতা একসঙ্গে মিশে আছে। অভিনয়ের দিক থেকেও এটি খুব চ্যালেঞ্জিং।”

চঞ্চল চৌধুরী বলেন, “রেদওয়ান রনি পরিচালনায় ফিরছেন—এটাই বড় ব্যাপার। ‘দম’-এর গল্প খুব অসাধারণ, ভিন্নমাত্রার। যারা কাজ করছেন তারা সবাই আমার খুব কাছের। এমন গল্প, চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করাটাই তো আনন্দ।”

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ‘দম’–এর ঘোষণা দেওয়া হয়। পোস্টারে মরুভূমির মাঝখানে এক ছেলেকে চোখ বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়, সামনে একটি গাধা। এই ভিজ্যুয়াল ইঙ্গিত দেয় এটি প্রবাসীদের জীবনের সংগ্রাম ও টিকে থাকার গল্প।

‘দম’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। আলফা-আইর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, “‘দম’ আমাদের পরবর্তী বড় আয়োজন। সুড়ঙ্গ, তুফান, দাগি—এসব সিনেমার ধারাবাহিকতায় দর্শকের প্রত্যাশা পূরণে আমরা গল্প ও প্রোডাকশনে কোনো ছাড় দিচ্ছি না।”

রেদওয়ান রনি এর আগে ‘চোরাবালি’ দিয়ে বড়পর্দায় অভিষেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এরপর টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্য পেয়েছেন। এবার দেখার পালা, ‘দম’ দিয়ে তিনি সিনেমা হলে দর্শকদের কতটা নাড়া দিতে পারেন।

আরো পড়ুন