Ridge Bangla

দখলদারিত্ব, চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ওরফে বাদশাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। তাঁর বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি এবং একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের অনুমোদনে বাদশার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে এবং তাঁকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাদশা কিংবা অন্য কোনো বহিষ্কৃত নেতার ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। সংগঠনের নেতাকর্মীদের এমন ব্যক্তিদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও দলীয় পরিচয় ব্যবহার করে কেউ বেআইনি কার্যক্রমে জড়ালে, আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলেও জানায় কেন্দ্রীয় যুবদল।

আরো পড়ুন