Ridge Bangla

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১, আহত ৭ জন

দক্ষিণ লেবাননের মুসাইলেহ গ্রামে ইসরায়েলের বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ও হামলার ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ভোররাতে ইসরায়েলি বিমান হামলায় একটি ভারী যন্ত্রপাতি বিক্রির স্থাপনা লক্ষ্য করা হয়েছিল। এই স্থাপনায় আঘাতের ফলে কয়েকটি যানবাহন ধ্বংস হয়ে গেছে। হামলার সময় ওই এলাকায় একটি সবজিবাহী গাড়ি চলছিল, যার উপর আঘাতের ফলে একজন নিহত এবং একজন আহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক। আহতদের মধ্যে একজন সিরীয় এবং বাকি ছয়জন লেবানিজ নাগরিক। হামলার ফলে দক্ষিণ লেবানের কিছু এলাকার সঙ্গে রাজধানী বৈরুতের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১৪ মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটে। তারপরও ইসরায়েল প্রায় নিয়মিতভাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এ কারণে ইসরায়েল সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য বিমান হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ লেবাননের এ ধরনের হামলা স্থানীয় জনজীবনকে বিপন্ন করছে এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি করছে। পাশাপাশি, হামলার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা, চলাচল ও অর্থনৈতিক কার্যক্রমও প্রভাবিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন