দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। রোববার (২০ জুলাই) দেশটির সরকারি সংস্থা ও সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানায়।
বার্তা সংস্থা এএফপি জানায়, রাজধানী সিউলের উত্তরের পর্যটন শহর গ্যাপিয়ংয়ে ভূমিধসে দুটি বাড়ি ভেসে গেলে দুজনের মৃত্যু হয় এবং চারজন নিখোঁজ হন। ইয়োনহাপ সংবাদ সংস্থা আরও জানায়, পৃথক এক ভূমিধসে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে, এবং ৪০ বছর বয়সী এক ব্যক্তি ডুবে গিয়ে মারা গেছেন।
দেশটির দক্ষিণাঞ্চলের সানচিয়ং কাউন্টিতে গত কয়েকদিনে ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৬ জন। হ্যাপচিয়ন ও হাদং এলাকাতেও ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। নিখোঁজ ১২ জনের মধ্যে ২ জন গওয়াংজু শহরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
সরকার ইতোমধ্যে একটি সমন্বিত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িক বিরতির পর দেশে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ কোরিয়ায় চরম আবহাওয়ার ঘটনা—যেমন অতিবৃষ্টি, বন্যা, খরা ও তাপপ্রবাহ—ধারাবাহিকভাবে বাড়ছে। উল্লেখ্য, ২০২২ সালেও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দেশটিতে ১১ জনের প্রাণহানি ঘটেছিল।