Ridge Bangla

দক্ষিণ কোরিয়ায় ভারি বর্ষণে চারজনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় অস্বাভাবিক ভারি বর্ষণে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ১,৩০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

মৃতদের মধ্যে রয়েছেন দুইজন ৮০ বছর বয়সী বৃদ্ধ। গোয়াংজু শহরের এক ক্যাফে মালিক কিম হা মিন বিবিসি নিউজকে বলেন, “আমি বুঝতেই পারছিলাম না এমন কিছু কীভাবে ঘটল। জীবনে এই প্রথম এত ভারী বৃষ্টি দেখলাম।” স্থানীয় এক বাসিন্দা অনলাইনে লিখেছেন, “আমার বাড়ির ছাদ ছাড়া সবকিছু পানির নিচে।”

দক্ষিণ কোরিয়ার সরকার এই নজিরবিহীন বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশজুড়ে সর্বোচ্চ দুর্যোগ সতর্কতা ঘোষণা করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম উপকূলে অবস্থিত সিওসানে শহর, যেখানে মাত্র আধা দিনে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর একে শতাব্দীর অন্যতম বিরল আবহাওয়াজনিত ঘটনা হিসেবে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টিজনিত বন্যায় গাড়ি ও ঘরবাড়ি ডুবে গেছে, আসবাবপত্র পানিতে ভেসে যাচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব।

আরো পড়ুন