Ridge Bangla

দক্ষিণী ছবিতে পারিশ্রমিক বাড়িয়ে আলোচনায় জাহ্নবী কাপুর

বলিউডে এখনও বড় ধরনের ব্লকবাস্টার না থাকলেও, পারিশ্রমিকের দিক থেকে ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন জাহ্নবী কাপুর। অল্প সময়ের ক্যারিয়ারে দক্ষিণ ভারতীয় সিনেমাতেও নিজের অবস্থান তৈরি করেছেন এই তারকা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার অভিনয় নয়, বরং দক্ষিণী ছবিতে পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত।

গণমাধ্যমের তথ্যমতে, এনটিআর জুনিয়রের বিপরীতে ‘দেবারা’ ছবিতে অভিনয়ের জন্য জাহ্নবী পেয়েছিলেন ৫ কোটি রুপি—যা ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু সম্প্রতি তেলেগু ভাষার ‘পেদ্দি’ ছবির জন্য তিনি নিয়েছেন ৬ কোটি রুপি। এই ছবিতে তার বিপরীতে থাকছেন রাম চরণ, আর পরিচালনায় আছেন বুচি বাবু সানা।

আরও গুঞ্জন রয়েছে, অ্যাটলি কুমারের পরিচালনায় আল্লু অর্জুন অভিনীত একটি নতুন দক্ষিণী ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন জাহ্নবী। সেখানে তিনি দাবি করেছেন ৭ কোটি রুপি পারিশ্রমিক। যদিও নির্মাতারা তার অভিনয় দক্ষতায় সন্তুষ্ট, তবে পারিশ্রমিক নিয়ে এখনো দর-কষাকষি চলছে। জানা গেছে, জাহ্নবী তার দাবিতে অনড় রয়েছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের একাংশ বলছে, দক্ষিণী ছবিতে অতিরিক্ত পারিশ্রমিক নেওয়া জাহ্নবীর বলিউড ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। কারণ, বলিউডে তার পারিশ্রমিক তুলনামূলকভাবে অনেক কম, যা ভারসাম্য রক্ষায় সমস্যা তৈরি করতে পারে।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন জাহ্নবী কাপুর। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘মিলি’, ‘ঘোস্ট স্টোরিজ’সহ একাধিক ছবিতে অভিনয় করলেও সেগুলো বক্স অফিসে খুব একটা সফল হয়নি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা ও চাহিদা ধীরে ধীরে বাড়ছে বলেই মনে করছেন অনেকে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন