Ridge Bangla

দক্ষিণী ছবিতে নতুন ভরসা রুক্মিণী বসন্ত

দক্ষিণী সিনেমার নতুন প্রতিভা হিসেবে উঠে এসেছেন অভিনেত্রী রুক্মিণী বসন্ত। ‘সপ্ত সাগরা দাচ্চি এল্লো’ ছবিতে আবেগময় অভিনয় দর্শকদের মন জয় করে তার প্রতি আগ্রহ সৃষ্টি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এখন তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা।

সম্প্রতি ‘মাধারাসি’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে প্রযোজক ও পরিবেশক এনভি প্রসাদ রুক্মিণী বসন্তের আসন্ন কাজের তালিকা প্রকাশ করেন। সেখানে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত ‘কান্তারা ২’, এনটিআর নীল জুটি পরিচালিত নতুন ছবি এবং ‘টক্সিক’-এর মতো বড় প্রকল্প। এই তালিকাই প্রমাণ করছে, তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির শীর্ষ সারির নায়িকাদের মধ্যে এখন গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন।

তবে তার পথচলা সবসময় সহজ ছিল না। নিকিল সিদ্ধার্থের সঙ্গে তার তেলেগু অভিষেক ‘আপ্পুডো ইপ্পুডো এপ্পুডো’ বক্স অফিসে তেমন সাফল্য আনতে পারেনি। কিন্তু আসন্ন এনটিআর নীল প্রজেক্ট তাকে টলিউডে প্রকৃত পরিচয় গড়ে দিতে পারে বলে আশা করছেন অনেকে। অন্যদিকে, ‘মাধারাসি’ হিট হলে তামিল ইন্ডাস্ট্রিতেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

কন্নড় ইন্ডাস্ট্রির শিকড় থেকে শুরু করে রুক্মিণী এখন প্যান ইন্ডিয়ান তারকাখ্যাতির দিকে এগোচ্ছেন। তার আসন্ন কাজের তালিকা এবং ধ্রুব সাফল্য প্রমাণ করছে, তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন এবং তারকা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন