দীর্ঘ বিরতির পর আবারও থ্রিলার ঘরানায় ফিরছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিষ্ণু বিশাল। বহুল আলোচিত ‘রাটচাসান’-এর পর তিনি এবার হাজির হচ্ছেন নতুন ছবি ‘আর্যন’ নিয়ে। এটি পরিচালনা করেছেন প্রভীণ কে এবং প্রযোজনা করেছে বিষ্ণু বিশাল স্টুডিওজ।
ইতিমধ্যেই প্রকাশিত টিজার দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। টিজারের প্রতিটি দৃশ্যেই ফুটে উঠেছে সাসপেন্স ও টানটান উত্তেজনা। ভয়ঙ্কর আবহ সৃষ্টিতে সংগীত পরিচালক ঘিব্রানের ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিকে আরও রহস্যময় করে তুলেছে।
এই সিনেমায় বিষ্ণু বিশালকে দেখা যাবে এক রুক্ষ ও দৃঢ়চেতা পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি এক ভয়ঙ্কর হত্যাকারীর সন্ধানে নেমেছেন। প্রায় ৩৪ মাস পর্দায় অনুপস্থিত থাকার পর তার এই নতুন লুক ও শক্তিশালী চরিত্র ভক্তদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। অভিনয়ে বিষ্ণুর সঙ্গে আরও আছেন সেলভারাঘবন, শ্রদ্ধা শ্রীরণাথ এবং মানসা চৌধুরি। তারা নিজেদের অভিনয়ের মাধ্যমে গল্পের গভীরতা ও নাটকীয়তা বাড়িয়েছেন। সমালোচকদের মতে, থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতা।
আগামী ৩১ অক্টোবর ২০২৫-এ মুক্তি পাচ্ছে ‘আর্যন’। তামিল চলচ্চিত্রের ভক্তদের কাছে ছবিটি ইতিমধ্যেই অন্যতম প্রত্যাশিত হিসেবে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘রাটচাসান’-এর পর থ্রিলার ঘরানায় বিষ্ণু বিশালের এই প্রত্যাবর্তন দর্শকদের কাছে এক আবশ্যিক দর্শনীয় ছবিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।