Ridge Bangla

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের বিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান তীব্র সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, উভয় দেশের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা দ্রুত যুদ্ধবিরতির পথে অগ্রসর হওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২৬ জুলাই) স্কটল্যান্ডের ট্রাম্প টার্নবেরি গলফ রিসোর্ট সফরের শুরুতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, “উভয় দেশ যুদ্ধবিরতি এবং শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে।”

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইও ট্রাম্পের বক্তব্যের সত্যতা নিশ্চিত করে বলেন, “থাইল্যান্ড যুদ্ধবিরতিতে সম্মত, তবে কাম্বোডিয়ার আন্তরিকতা প্রত্যক্ষ করতে চায়।”

সীমান্তে ২৪ জুলাই শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৩৩ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, “সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষে দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা সম্ভব নয়। তবে শান্তি প্রতিষ্ঠিত হলে আমরা ফের আলোচনায় ফিরব।”

তিনি উল্লেখ করেন, তিনি ফোনে কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথামের সঙ্গে কথা বলেছেন। শান্তিপূর্ণ সমঝোতার আশ্বাস পাওয়ার পর তিনি উভয় দেশের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির অপেক্ষায় রয়েছেন।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেন এবং কাম্বোডিয়া শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেয়।

আরো পড়ুন