Ridge Bangla

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই: কম্বোডিয়ার হুঙ্কার

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক হুন সেন বৃহস্পতিবার সকালে ঘোষণা দেন, “এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।”

নিজের ফেসবুক পোস্টে হুন সেন দাবি করেন, “আজ থাই সেনাবাহিনী পরিকল্পিতভাবে আমাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, গতকালই এই হামলার নির্দেশ দিয়েছিল থাইল্যান্ডের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।”

পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, থাই সেনাবাহিনী কম্বোডিয়ার ঐতিহাসিক তা মোয়ান থম মন্দিরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে, যা কম্বোডিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি দেশের জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান এবং সতর্ক করে দেন যেন কেউ খাবার মজুত কিংবা মূল্যবৃদ্ধির চেষ্টা না করে।

প্রসঙ্গত, হুন সেন দীর্ঘদিন কম্বোডিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এবং পরে ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বর্তমানে তিনি সিনেট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর ছেলে হুন মানেত বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী।

কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেশ কিছু অংশ এখনো অচিহ্নিত। শত বছরের পুরনো এই সীমান্ত বিরোধ নানা সময় উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। বিশেষ করে ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত মন্দিরগুলোর মালিকানা ঘিরে দুই পক্ষের দাবি বরাবরই দ্বন্দ্বমূলক।

বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এই সংঘাত রূপ নিতে পারে বড় আকারের সামরিক উত্তেজনায়, যার প্রভাব গোটা অঞ্চলে পড়তে পারে।

আরো পড়ুন