টানা বর্ষণে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় দুই পাড়ের মানুষজনের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। ভারতের ত্রিপুরায় সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির জেরে কয়েকটি স্থানে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ, যার প্রভাব পড়েছে গোমতী নদীর আশপাশেও।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি এখনো বিপদসীমার প্রায় ২ দশমিক ৮ মিটার নিচে থাকলেও উজানে টানা বৃষ্টির কারণে পানি বাড়ছে এবং আগামী ১৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠবে।
বুধবার দুপুরে গোমতীর টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকা ঘুরে দেখা গেছে, অনেক চরাঞ্চল ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। পর্যটনকেন্দ্রগুলোর কিছু অংশও পানিতে ডুবে গেছে। স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিচ্ছেন।
চরের বাসিন্দা আরিফ হোসেন বলেন, “সকালে দেখি পানি ঘরের কাছে চলে এসেছে। গত বছর ঘর ভেসে গিয়েছিল, আবার ভয় করছে।” আরেক বাসিন্দা পারভেজ আলম জানান, “রাতের তুলনায় সকালেই পানি অনেক বেড়েছে, বিকেল নাগাদ বিপদসীমা ছাড়াতে পারে।”
বুড়িচং উপজেলার ইউএনও তানভির আহমেদ বলেন, “গোমতীর পানি এখনো বিপদসীমার নিচে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। চরবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”
জেলা আবহাওয়া কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৩৬–৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদীর পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।