জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে শুক্রবার (১ আগস্ট) স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথমে বল করে প্রতিপক্ষকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দেয়। জবাবে ৯০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রথমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে ৫২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম, এবং সেই সিদ্ধান্ত কাজে লাগে পুরোপুরি।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেইন ইমন। তিনি ৬.১ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও রিজান।
চলমান ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া তিন দলই এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকারও সমান ৬ পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে সব ম্যাচে হেরে এখনো শূন্য পয়েন্টে। তারা তাদের পরবর্তী দুটি ম্যাচে জিতলেও ৪ পয়েন্টের বেশি পাবে না। ফলে আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল।
আগামী ১০ আগস্ট হারারেতে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।