আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার তালিকা হালনাগাদ, আসন সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ ঘোষণা দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।
সচিব বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা ২৪ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে রাজনৈতিক দল, গণমাধ্যম ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপও অন্তর্ভুক্ত রয়েছে।” তিনি আরও জানান, এবার তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হবে। ভোটের সময়সূচি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, তফসিল ভোটগ্রহণের কমপক্ষে ৬০ দিন আগে ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা এসেছে রমজানের আগেই ভোট সম্পন্ন করার জন্য। এ হিসাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় ভোট গ্রহণের জন্য হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনাও করছে ইসি। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের সম্ভাব্য ভোটকেন্দ্র, হেলিপ্যাড ও যাতায়াতপথের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার আগে এ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার কথাও জানানো হয়।
রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করল।