Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩৯ আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, “বিশেষায়িত কারিগরি কমিটি প্রাথমিকভাবে ৪২টি আসনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তবে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ৩৯টি আসনে পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাবও অনুমোদিত হয়েছে।”

কমিশনার জানান, এই খসড়া সীমানা গেজেট আকারে প্রকাশ করা হবে এবং ইসির ওয়েবসাইটেও পাওয়া যাবে। আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১০ আগস্ট পর্যন্ত। শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

ইসি সূত্র জানায়, গাজীপুরে সর্বোচ্চ এবং বাগেরহাটে সর্বনিম্ন ভোটার রয়েছে। গড় ভোটার সংখ্যা চার লাখ ২০ হাজার ৫০০ ধরে হিসাব করা হয়েছে। গাজীপুরে ছয়টি এবং বাগেরহাটে তিনটি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ৩০০ আসনের খসড়া সীমানা ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কমিশনার আনোয়ারুল ইসলাম আরও জানান, এখন পর্যন্ত এক হাজার ৫০০ আবেদন জমা পড়েছে। আড়াইশোর বেশি আসনের ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি।

সীমানা পরিবর্তনের প্রস্তাবিত আসনগুলো হলো

পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮; বাগেরহাট ২ ও ৩।

আরো পড়ুন