Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

উত্তরাঞ্চলে পঞ্চগড়-১ থেকে নরসিংদী-৫ পর্যন্ত বিভিন্ন আসনে প্রার্থীরা চূড়ান্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মধ্যাঞ্চলে নওগাঁ-১ থেকে ঢাকা-২০ পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৫ আসনে এস এম শাহরিয়ার, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মনোনয়ন পেয়েছেন। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন আসনেও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে।

দক্ষিণাঞ্চলে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা ও চট্টগ্রামসহ কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এনসিপি সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত প্রার্থীরা দলের মনোনীত প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন