রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩২ জন শিক্ষার্থীসহ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন। স্মরণকালের সবচেয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ।
শোক ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। এবার বাংলাদেশে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।
ইয়ুমনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তায় লিখেছেন, “এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা।” বার্তার সঙ্গে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকার ইমোজি এবং ভালোবাসার প্রতীক জুড়ে দেন। এই সংবেদনশীল বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-সেভেন প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমান এবং ভবনে আগুন ধরে যায়। তখন ভবনটিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, যাদের অনেকে এই দুর্ঘটনায় প্রাণ হারান কিংবা মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পর থেকে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং বিনোদন জগতের তারকারা একে একে শোক প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আন্তর্জাতিক অঙ্গনের তারকাও।
বাংলাদেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ইয়ুমনার এই বার্তা দেশবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।