Ridge Bangla

তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে সরে গেছেন: ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম।

বুধবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দূতাবাসের সব কর্মকর্তা ও তাঁদের পরিবার নিরাপদে রয়েছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, তেহরানে কর্মরত আনুমানিক ৪০০ জন বাংলাদেশির মধ্যে শতাধিক প্রবাসী ইতোমধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ আশ্রয়ে গেছেন। পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রাথমিকভাবে ১০০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সরাসরি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রবাসীদের সহায়তার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে।

বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য সরকার তৃতীয় দেশ—যেমন তুরস্ক ও পাকিস্তানের সহায়তা নেওয়ার পরিকল্পনাও করছে।

আর্থিক সহায়তা বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, “দূতাবাসের কাছে কিছু অর্থ মজুত আছে। এছাড়া ঢাকায় আসা একজন কর্মকর্তার মাধ্যমে তেহরানে নগদ অর্থ পাঠানো হচ্ছে।” তিনি আরও জানান, “আইনি পথে ইরানে টাকা পাঠানো কঠিন; আগে প্রবাসীরা দুবাই থেকে অর্থ সংগ্রহ করতেন, কিন্তু বর্তমানে সেটি সম্ভব নয়। তাই বিকল্প পন্থা ও বন্ধুপ্রতিম দেশের সহায়তা নেওয়ার চেষ্টা চলছে।”

সরকারি তত্ত্বাবধানে ও দূতাবাস কেন্দ্রিক তৎপরতায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এখন পর্যন্ত কেউ বড় ধরনের বিপদের মুখোমুখি হননি—যা সরকারের সমন্বিত পরিকল্পনার সুফল বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন