স্বাগতিক বাংলাদেশকে বড় রানের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো পাকিস্তান। ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের মিশন নিয়ে মাঠে নামলেও এ ম্যাচে কোনো পাত্তাই পেল না লিটনের দল।
মিরপুরে বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৪ রানের বড় ব্যবধানে হারল স্বাগতিকরা। ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে লিটনদের ইনিংস থামে ১০৪ রানে। তাতে ২-১ ব্যবধানে শেষ হলো সিরিজ।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি তুলে পেয়েছিল পাকিস্তান। ব্যাট হাতে ঝড় তোলেন সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন ফখর জামানের জায়গায় সুযোগ পাওয়া ফারহান। ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারের মারে ৩৩ রান করেন হাসান নাওয়াজ। আর ১৬ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ।
রান তাড়ায় নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপে পড়ে লিটনরা। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই সালমান মির্জার বলে কট বিহাইন্ড হন তানজিদ হাসান তামিম। পরের ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় লাল সবুজরা।
৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলে লিটনরা। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ইনিংসে কমে হারের ব্যবধান।
১৯ রান খরচায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান। ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (ফারহান ৬৩, হাসান ৩৩, নেওয়াজ ২৭, আইয়ুব ২১; তাসকিন ৩/৩৮, নাসুম ২/২২, সাইফউদ্দিন ১/২৮, শরীফুল ১/৩৯)
বাংলাদেশ: ১৬.৪ ওভারে ১০৪ অলআউট (সাইফউদ্দিন ৩৫*, মিরাজ ১০, নাঈম ১০; মির্জা ৩/২০, নেওয়াজ ২/৪, ফাহিম ২/১৩)
ফল: পাকিস্তান ৭৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান
ম্যান অব দ্য সিরিজ: জাকের আলী
সিরিজ: বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী