Ridge Bangla

তৃণমূলে যোগদানের গুঞ্জন নিয়ে যা বললেন তনুশ্রী চক্রবর্তী

ভারতের রাজনীতিতে নানা দলের থেকে নেতাদের তৃণমূলে যোগদানের গুঞ্জন দিনে দিনে বাড়ছে। এই প্রবণতার মধ্যে রয়েছে ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর নামও। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার নতুন ছবি ‘অন্তর্ধান’ মুক্তির আগে আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন তনুশ্রী, যেখানে তিনি রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেন।

তনুশ্রী জানান, এখনই রাজনীতির সঙ্গে সম্পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন, কারণ রাজনীতিতে আরও অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, “একসঙ্গে দুটো কাজ তখনই করতে পারব যখন দুটোতেই সমান পারদর্শী হব।” বর্তমানে তার পুরো মনোযোগ সিনেমায় থাকলেও, রাজনীতিতে সেবার ইচ্ছা থেকে তিনি সরাসরি ফিরে গেছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তনুশ্রী জানিয়েছিলেন, তিনি জনসেবা করতে চান এবং দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে রাজনীতিতে এসেছিলেন। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর জনগণ তাকে সেবার সুযোগ দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

তৃণমূলে যোগদানের গুঞ্জন প্রসঙ্গে তনুশ্রী বলেন, “যে সিদ্ধান্ত নেব, সেটা সবাই জানতে পারবেন। আমি কোনো কিছুই গোপনে করব না।” তিনি রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করে জানান, বর্তমানে রাজনীতির বাইরে থেকে এগোতে চান।

তনুশ্রীর এ স্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায়, আপাতত তিনি রাজনীতির বাইরে থেকে সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে মনোযোগ দিতে আগ্রহী। ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সবার কাছে স্বচ্ছ থাকবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো পড়ুন