বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ১৫ জুলাই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি কোলজুড়ে পেয়েছেন তাদের ফুটফুটে কন্যাসন্তান। মাতৃত্বের এই মুহূর্তগুলো উপভোগ করছেন এই দম্পতি, আর তাদের সুখবর ভাগ করে নিয়েছেন কিয়ারা নিজের সোশ্যাল মিডিয়ায়।
কিয়ারার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।” এই আবেগঘন কথাগুলো মুহূর্তেই ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। নতুন মা হওয়ার আনন্দ স্পষ্টভাবে ফুটে উঠেছে তাঁর পোস্টে।
কিয়ারার ৩৪তম জন্মদিন গত ১ আগস্টে পালন করেন, যা তিনি “সর্বকালের সেরা জন্মদিন” হিসেবে অভিহিত করেছেন। এই দিনেও মাতৃত্বের আনন্দ এবং নতুন জীবনের উত্তেজনা প্রকাশ পেয়েছিল তাঁর লেখায়।
২০১৯ সালে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার বিয়ে হয়। এরপর থেকে তাদের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরিবারে নতুন সদস্যের জন্য। গর্ভাবস্থায় কাজ থেকে বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় কাটিয়েছেন কিয়ারা, এমনকি কান চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়ে সবার মন জয় করেন।
বর্তমানে নতুন দায়িত্বের পাশাপাশি তিনি তার ক্যারিয়ারে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। হৃতিক রোশনের সঙ্গে তার পরবর্তী ছবি ‘ওয়ার ২’ শীঘ্রই মুক্তি পাবে, যা তার ফ্যানদের জন্য অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিয়ারার জীবনের এই নতুন অধ্যায় যেন স্বপ্নের মতো সুন্দর, যেখানে সন্তানই তার দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তন।