কলকাতার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। বাবার একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি লেখেন, “এক যে ছিল রাজা, মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।”
সৃজিত আরও লিখেছেন, “ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে। একে একে মুক্তি পেয়েছে ‘গুমনামি’, ‘পদাতিক’-এর মতো ছবি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এখনও মুক্তির অপেক্ষায়।”
পরিচালক বাবার প্রতি ভালোবাসা ও স্মৃতিচারণের পাশাপাশি জানান, “তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।” ‘এক যে ছিল রাজা’ ছবির মুক্তির কিছুদিন পরেই সৃজিত বাবাকে হারান। সেই সময়ের আবেগ এখনও তার মনে জীবন্ত আছে।
চলতি বছর পূজোয় সৃজিতের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও, ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেতে চলেছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এছাড়া ডিসেম্বর মাসে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, যা আরও একবার তার বাবার স্মৃতিকে নতুন করে জীবন্ত করবে।
সৃজিতের এই আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনুরাগীরা কমেন্টে জানিয়েছেন, বাবার প্রতি এই ভালোবাসা ও স্মৃতিচারণ সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। পরিচালক এবং তার বাবা দুজনের সংযোগ, সিনেমা ও ইতিহাসের প্রতি তাদের আগ্রহকে অনুপ্রাণিত করেছে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের।