তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব তেঘরিয়া গ্রামের আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার একটি সাধারণ বিষয় নিয়ে মতবিরোধ হয়। এর জের ধরে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
দুই পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “সংঘর্ষের পর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।“