Ridge Bangla

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত থেকে পানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (১১ জুলাই) সকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে যে কোনো সময় এটি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে নদী তীরবর্তী ৮৯টি চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ভারতের গজলডোবা ব্যারাজ খরা মৌসুমে বন্ধ রাখা হলেও বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়। তারা বলেন, “প্রতিবারের মতো এবারও নদী ভাঙন আর হঠাৎ বন্যার শঙ্কায় আমরা আতঙ্কে আছি।”

তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টায় নদীর পানি বিপদসীমার একটু নিচে ছিল এবং ২৪ ঘণ্টার মধ্যে তা বিপদসীমা অতিক্রম করতে পারে। ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “বন্যার আশঙ্কায় আমরা সব ধরনের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রেখেছি।”

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন