উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তার পানি ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টার তথ্য অনুযায়ী, হাতীবান্ধার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সন্ধ্যার পর পানির তীব্র চাপে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি পুরনো বাঁধ ভেঙে গেলে পানি লোকালয়ে প্রবেশ করে। ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধি পেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পানির উচ্চতা বর্তমানে ৫২.২২ মিটার, যা বিপৎসীমার ওপরে। হাতীবান্ধার গড্ডিমারী, আদিতমারীর মহিষখোচা, সদর উপজেলার খুনিয়াগাছ ও তিস্তার চরাঞ্চলের বহু গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি কয়েক হাজার মানুষ গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, “বিকেল পর্যন্ত পানি জমিতে ছিল, এখন ঘরের ভেতরে ঢুকেছে।” একইভাবে খুনিয়াগাছের জমিলা বেগম বলেন, “ছোট বাচ্চা নিয়ে চরম দুর্ভোগে আছি।”
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পানির স্তর স্থিতিশীল থাকার পর কিছুটা কমতে পারে। এদিকে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।